ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকে দিল সোহেল তাজের যুক্তরাষ্ট্র যাত্রা!
ভ্রমণরোধের খড়গ

চাটগাঁ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রয়াত নেতা তাজউদ্দিন আহমদের পুত্র সোহেল তাজকে। ভ্রমণরোধের কারণে তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি। যদিও আটকের ঘটনাটি গত বুধবারের বলে জানা গেছে।

মিমি জানান, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। তবে কখন এবং কেন এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুধু বলেন, “এটা তাদের (সরকার বা কর্তৃপক্ষ) জিজ্ঞাসা করুন।”

তবে বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা (এসএস) সূত্র জানিয়েছে, সোহেল তাজের নাম ‘ভ্রমণরোধ তালিকায়’ থাকায় তাকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা ছিল, সে কারণেই তাকে থামানো হয়। তবে এ বিষয়ে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে মাত্র পাঁচ মাসের মাথায়, ২০০৯ সালের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

পরবর্তীতে ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে থাকা সোহেল তাজ তখনই অভিযোগ করেছিলেন, তার কাজের ক্ষেত্রে নানা রকম বাধা ও অবজ্ঞার শিকার হচ্ছেন তিনি। সেসব কারণেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top