নিজস্ব প্রতিবেদক: ইমাম রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে চট্টগ্রাম থেকে পাঁচলাইশ থানার মামলায় গ্রেফতার আহলে সুন্নাত ও ইসলামী ছাত্রসেনার ১২ নেতাকর্মীদের জামিন আবেদন ও রিমান্ড শুনানির তারিখ পিছিয়ে গেল।
আজ মঙ্গলবার (১৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ এস এম আলাউদ্দিনের আদালত এ নির্দেশনা দিয়েছেন। আগামী ১৫ মে এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ মে রইস উদ্দিন হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি থেকে আহলে সুন্নাত ও ইসলামী ছাত্র সেনার ২২ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত ৮ মে দুটি মামলায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ৩ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে আদালত আজ মঙ্গলবার ১৩ মে তারিখ ধার্য করেছিলেন।
এ ব্যাপারে অ্যাডভোকেট মো. মানিক জানান, আজ পাঁচলাইশ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আদালতে উপস্থিত ছিলেন না। এমন অবস্থায় সরকার পক্ষের কোর্ট ইন্সপেক্টরের পক্ষ থেকে রিমান্ড শুনানির আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরাও জামিনের আবেদন করেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুপস্থিতির কারণে আদালত রিমান্ড শুনানি বা জামিন আবেদনের জন্য আগামী ১৫ মে পরবর্তী তারিখ ধার্য করেন। আদালতে আসামিপক্ষের প্রায় অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ