ইভটিজিং প্রতিরোধে ইউএনও’র অভিযান, ৩ জনকে জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি: ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকান, করাইয়ানগর, পৌরসভার কলেজ রোড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে আকস্মিক অভিযান চালিয়ে তিন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।

পরে তারা মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ঘোরাঘুরি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেখানে ইভটিজিং হবে, সেখানেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছাত্রীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

অভিযান শেষে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ ইউএনও’র এ উদ্যোগকে স্বাগত জানান। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন

Scroll to Top