ইভটিজিংয়ের দায়ে ২ যুবককে জরিমানা ও কারাদণ্ড

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুল শিক্ষার্থীদের ইভটিজিং করার দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ টার দিকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলাবাদ পাড়ার আবু তাহেরের পুত্র এয়াকুব (২০) এবং একই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র রায়হান (১৮ বছর তিন মাস)।

জানা যায়, উপজেলার আমিরাবাদে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় সুখছড়ি কামার দিঘীর এলাকায় প্রায়ই সময় দুইজনে মিলিত হয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে। আজ বুধবার ছাত্রীরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করেন। এবং স্থানীয়রা দুই যুবকে ধরে বিদ্যালয়ে নিয়ে আসেন। প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। এবং তিনি গিয়ে ইভটিজিং করার বিষয়টি সত্যতা পাওয়ায় যুবক দুইজনকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন

Scroll to Top