চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণকালে পদপিষ্টে নারীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের বন্দর থানার ফকিরহাট এলাকায় ইফতার সামগ্রী বিতরণকালে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে হতাহতের এ ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম রোকসানা বেগম (৫৫)। তিনি একজন গৃহিণী। তিনি ফকিরহাট এলাকায় তার স্বজনদের সাথেই বসবাস করতেন। তার ছেলে অটোরিকশাচালক। রোকসানার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

জানা গেছে, মাবুদ শিপিং লাইনের স্বত্ত্বাধিকারী মাবুদ চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরীর পক্ষ হতে অসহায় ও শ্রমজীবী নারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সেখানে হুড়াহুড়ি সৃষ্টি হলে পদদলিত হয়ে ওই নারীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, ‘মাগরিবের আগে বিশিষ্ট ব্যবসায়ী মাবুদ চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরীর পক্ষে তাদের কর্মচারীরা ইফতার সামগ্রী বিতরণ করছিলেন নারীদের মধ্যে। এ সময় হঠাৎ হুড়াহুড়ির সৃষ্টি হয়। এতে পদদলিত হয়ে রোকসানা নামে এক নারীর মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তবে কারো অবস্থা তেমন গুরুতর নয়। নিহতের লাশ বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি সুলতান আহসান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top