ইফতারের আগ মুহূর্তে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

চাটগাঁ নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের ঢুলটি বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টির নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় বাস-সিএনজিটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে একজন মারা যান।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top