চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) এক্সেল সিওর সুজের ৪০ শ্রমিককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পূর্ণ পাওনা পরিশোধ করার পরও চাকরিচ্যুত করার বিষয়টি মেনে নিতে পারছেন না তারা। তাই তৃতীয় দিনের মতো কারখানায় গিয়ে ইপিজেড মোড়ে এসে সকাল সাড়ে ৯ টার দিকে সড়ক অবরোধ করে। এতে গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষেরা।
সোমবার (৭ এপ্রিল) সকালে কারখানার গেটে প্রবেশের চেষ্টা করলে তাদের বাঁধা দেওয়া হয়। এ সময় তারা সিইপিজেড এলাকায় বিক্ষোভ করে।
তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সোলায়মান।
তিনি জানান, এক্সেল সিওর সুজ কারখানায় ৪০ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শনিবার সকাল থেকে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। আজ (সোমবার) সকালে কারখানার গেট বন্ধ দেখতে পেয়ে তারা আবারও বিক্ষোভ শুরু করেন। পরে আমরা তাদের সরিয়ে দিই। এখন সিইপিজেড এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন