ইপিজেডে কার্টন তৈরির কারখানায় আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম ইপিজেডে ইলিয়াস ব্রাদার্সের কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কার্টন উৎপাদন করে থাকে।

সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। কর্ণফুলী ইপিজেড ফায়ার সার্ভিস ও কেইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

চাটগাঁ নিউজ/এমকেএন

সাম্প্রতিক জাতীয় সংবাদ জানতে ভিজিট করুন

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top