ইপিজেডে এক কার্টন কারখানায় আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর ইপিজেডে ‘ইউনিটি অ্যাক্সেসরিজ’ নামে একটি কার্টন তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে বেপজা গেটের বিপরীতে ওই কারখানার চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, আমাদের কাছে বেপজা গেটে এক নম্বর রোডের একটা কারখানায় আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত তদন্তসাপেক্ষে পরে জানানো হবে।

নগরীর ইপিজেড থানার অফিসার (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, পাঁচতলা একটি ভবনের চতুর্থ তলায় কার্টন ফ্যাক্টরিতে আগুন লেগেছে। কারখানা খোলা ছিল। তবে আগুন লাগার পর কারখানার কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি।

এছাড়া, ওই ভবনে থাকা অন্যান্য কারখানা-অফিসের লোকজনও বের হয়ে গেছেন বলে জেনেছি। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top