ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ

চাটগাঁ নিউজ ডেস্ক: প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারির জন্য আবেদন করা হয় এবং শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ২০২৪ সালের ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ১০ মার্চ দুদক ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর ১০ এপ্রিল আদালত শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ধানমন্ডি আবাসিক এলাকায় বাড়ি থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের জন্য আবেদন করেন সায়মা ওয়াজেদ পুতুল। এতে রাজউকের বিধি-বিধান লঙ্ঘন করে, ক্ষমতার অপব্যবহার করে এবং সরকারি দায়িত্বের প্রতি বিশ্বাস ভঙ্গ করে প্লট বরাদ্দ নিয়েছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, নিজের ও অন্যদের লাভবান করতে দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে পুতুল ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১৭ নম্বর প্লটটি নিজের নামে রেজিস্ট্রেশন করান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top