ইন্টারনেট ও ফোনের গ্রাহক সংখ্যা কমছে

চাটগাঁ নিউজ ডেস্ক: গত এপ্রিল মাসের পর থেকে অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে কমেছে ইন্টারনেট গ্রাহক। ইন্টারনেটের মতো মোবাইল ফোনের গ্রাহকও কমছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য এমনই বলছে। সর্বশেষ ৯০ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার করেন তবে তাকে সংশ্লিষ্ট সেবার গ্রাহক হিসেবে গণনা করে থাকে বিটিআরসি।

বিটিআরসির তথ্যমতে, চলতি বছরের জুন মাসে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১৪ কোটি ২১ লাখ ৭০ হাজার। বিগত সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে, সেই আলোচিত জুলাই মাসেও গ্রাহক সংখ্যা কমে দাঁড়ায় ১৪ কোটি ১০ লাখ ৫০ হাজারে। আগস্টে যা নেমে আসে ১৪ কোটি ৫ লাখে। এরপর সেপ্টেম্বরে কমে দাঁড়ায় ১৩ কোটি ৮৬ লাখ ২০ হাজারে। অক্টোবরে নেমে আসে ১৩ কোটি ৭১ লাখ ৮০ হাজারে।

এদিকে ইন্টারনেটের মোট গ্রাহক কমলেও বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট (আইএসপি ও পিএসটিএন) ব্যবহারকারী। সেপ্টেম্বর ও অক্টোবরে এই সংখ্যা ১ কোটি ৩৭ লাখ ৪০ হাজারে পৌঁছায়। ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক বাড়লেও গত জুনের পর থেকে ধারাবাহিকভাবে কমছে মোবাইল ইন্টারনেট গ্রাহক। গত জুনে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১২ কোটি ৯১ লাখ ৭০ হাজার। গত অক্টোবরে যা নেমে আসে ১২ কোটি ৩৪ লাখ ৪০ হাজারে।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বাড়াতে নানা উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। স্বল্পমূল্যের পাশাপাশি সেবার মান বাড়ানো হয়েছে। এ জন্যই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top