চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের ভঙ্গুর পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার নজিরবিহীন কঠোরতা আরোপ করেছে।
এখন থেকে পর্যটকবাহী জাহাজ কক্সবাজারের উখিয়ার ইনানী বিচ থেকে নয়, বরং কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট থেকে সেন্টমার্টিনে যাতায়াত করবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে সোমবার (২৭ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোকে নীতিগত সম্মতি দিয়ে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
ইনানী বিচ থেকে জাহাজ চলাচলের সুযোগ না থাকার প্রধান কারণ হলো আইনগত বিধিনিষেধ। পরিবেশ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগের নিয়মেই নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ চলাচল করবে।
সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে পর্যটকের সংখ্যা এবার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না। এছাড়াও, সেন্টমার্টিনে কোনো নৌযান চলাচল করতে হলে বিআইডব্লিউটিএ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন আবশ্যিক। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে, যেখানে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। এছাড়া, নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন (রাত্রিযাপন নিষিদ্ধ), তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
দ্বীপে পরিবেশ দূষণ রোধ করতে ১২ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—সেন্টমার্টিনে পলিথিন বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
একই সঙ্গে, একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক— যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিকের চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনি প্যাক, ৫০০ মিলিলিটার ও এক লিটারের প্লাস্টিক বোতল—ইত্যাদি বহনে নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ







