ইনজুরিতে টেস্ট খেলা হচ্ছে না মুশফিকের

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আঙুলের ইনজুরিতে পড়েছেন। তার আঙুলে স্ক্যান করিয়ে চিড় ধরা পড়েছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হবে না তার। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তার ছিটকে যাওয়ার বিষয়টি।

বিসিবি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলার সময় আঙুলে ব্যথা পান তিনি। ওই আঙুলে স্ক্যান করিয়ে চিড় ধরা পড়েছে।

সাধারণত আঙুলের ওই ধরনের চিড় থেকে সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহের মতো সময় লাগে। যার অর্থ টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করলে তার জায়গায় কাউকে দলে নেওয়া হবে কিনা জানিয়ে দেবে বোর্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ক্রিকেট খেলেছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে দারুণ এক ফিফটি করে দলকে ম্যাচ জেতাতে ভূমিকা রাখেন তিনি। দ্বিতীয় ম্যাচেও ৩৭ রানের ইনিংস খেলে দলকে জেতান এই ডানহাতি ব্যাটার।

চাটগাঁ নিউজ/

Scroll to Top