ইদ্রিসের ঈদের নাটক ‘প্রবাসীর খুশির ঈদ’

চাটগাঁ বিনোদন ডেস্ক : এবার ঈদে আসছে নাটক ‘প্রবাসীর খুশির ঈদ’। ইদ্রিসের রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সরোজ আহমেদ, আঁখি মনি, কাউছার, রুবি, নয়ন মনি, আজাদ, নারগিছ ও মীর জুবেদ।

ইউটিউব চ্যানেল গাজী’স মিউজিকে নাটকটি ঈদে প্রচার হবে।

অভিনেতা সরোজ আহমেদ বলেন, পরিবারের মায়া ছেড়ে নিজ দেশের গণ্ডি পেরিয়ে জীবিকার তাগিদে বিদেশে থাকেন লাখ লাখ প্রবাসী। ভিনদেশে অক্লান্ত পরিশ্রম করেন তারা। তাদের কষ্টের কথা পরিবারের সদস্যদের কখনই বুঝতে দেন না। সবকিছু সহ্য করেও নিয়মিত দেশে টাকা পাঠিয়ে যান তারা। আপনজনদের খুশি করতে গিয়ে নিজের সুখ বিসর্জন দেন। তবুও কারও মন পায় না। সবাই বলে- এমন কী করেছো আমাদের জন্য…..! হৃদয় ছুঁয়ে যাওয়া এমন এক গল্পের গাজী’স মিউজিক চ্যানেলের প্রযোজনায় মো. ইদ্রিসের দক্ষ পরিচালনায় নির্মিত নাটকটি সবার মন ছুঁয়ে যাবে আশা করি।

পরিচালক ইদ্রিস বলেন, এবার ঈদে গাজী’স মিউজিক চ্যানেলের জন্য প্রবাসীদের কষ্টের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। প্রবাসী কষ্টের কথা আমরা সবাই জানলেও ওভাবে উপলদ্ধি করি না। সবাই ভাবে প্রাবাসী মানে ‘টাকার মেশিন’। আপনজনরা শুধু বলে দাও-দাও আরও টাকা দাও। কিন্তু দিতে দিতে মানুষটা একদিন ফুরিয়ে যায়। নাটকটিতে সবাই ভালো অভিনয় করেছেন। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

গাজী মোহেমিন উদ্দিন অভির প্রযোজনায় নাটকটিতে রূপ সজ্জায় ছিলেন সেলিম চৌধুরী, ডিওপি মোস্তফা কামাল নুর, লাইটিংয়ে ইউসুফ আজাদ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top