ক্রীড়া ডেস্ক: আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখার পর থেকেই একের পর এক রেকর্ড নিজের দখলে নিচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকা এবার আরেকটি ইতিহাস গড়েছেন।
এমএলএসের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন তিনি। মেসির ইতিহাস গড়ার দিনে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।
ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ভোরে ইন্টার মায়ামিকে প্রথমার্ধেই দ্বিগুণ লিড পাইয়ে দেন এলএমটেন। ৮০ মিনিটে কার্লেস গিল নিউ ইংল্যান্ডের পক্ষে এক গোল করে ব্যবধান কমান। ম্যাচে অবশ্য দুই দলের লড়াই ছিল প্রায় সমানে সমান। মায়ামি ৫৬ শতাংশ পজেশন নিয়ে ১৩টি শট নেয় (লক্ষ্যে ছিল ৩টি)। বিপরীতে ১৬ শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে পারে নিউ ইংল্যান্ড রেভল্যুশন।
মেসির উজ্জ্বল দিনে মায়ামি ঘরোয়া প্রতিযোগিতায় টানা চার ম্যাচে জয় নিশ্চিত করেছে। এ ছাড়া এমএলএসের চলতি মৌসুমে সর্বশেষ পাঁচ ম্যাচেই অপরাজেয় থাকল ফ্লোরিডার ক্লাবটি। অথচ ম্যাচটি নিউ ইংল্যান্ড ঘরের মাঠে খেলতে নেমেছিল এই মৌসুমের সর্বোচ্চ দর্শকের (৪৩,২৯৩) সামনে। গত মৌসুমে মায়ামির বিপক্ষে তাদের ম্যাচে ৬৫,৬১২ দর্শক ছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসেরই সর্বোচ্চ।
চাটগাঁ নিউজ/জেএইচ