ইতালি সফরে যাচ্ছেন প্রধান ‍উপদেষ্টা

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী রোববার (১২ অক্টোবর) ইতালি সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈশ্বিক সভায় যোগ দিতে তার এই সফর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন তিনি। পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top