ইতালিতে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: ইতালিতে দারুণ সাফল্য নিয়ে এল বাংলাদেশের মেয়েরা। দেশটির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে ফ্লোর বল ইভেন্টে স্বর্ণ জয় করেছে লাল-সবুজ জার্সিধারীরা। গতবারও এই বিভাগে স্বর্ণপদক জিতেছিল বাঘিনীরা।

আজ শনিবার (১৫ মার্চ) ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে হারায় ইউক্রেনকে। বাংলাদেশের হয়ে একটি করে গোল দেন ময়মনসিংহের নান্দাইলের স্বর্ণা (অধিনায়ক), মাদারীপুরের ফাতেমা আর পাবনার ফাবিয়া ও তামাল্লিন।

গেমসটি বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত বিশেষ একটি গেমস। এটি শীতপ্রধান দেশের খেলা। এবার ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় এই গেমসে অংশ নিয়েছেন। বরফের ওপর মোট আটটি ডিসিপ্লিনে এই খেলা হয়। ডিসিপ্লিনগুলো হলো—আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, ডান্সস্পোর্ট, ফিগার স্কেটিং, ফ্লোরবল, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং, স্নোবোর্ডিং, স্নোশুজ। তুষারপাতহীন অঞ্চলের জন্য আয়োজিতয় ফ্লোরবল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top