চাটগাঁ নিউজ ডেস্কঃ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (ইউসিটিসি) ইংরেজী বিভাগের উদ্যোগে গত ২৮ নভেম্বর নগরীর বাহির সিগন্যাল এলাকাস্থ স্পোর্টস টার্ফ সিকো এ্যারেনায় দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
‘দ্য প্রোজ অ্যান্ড গোলস শোডাউন ২০২৪’ শিরোনামে ইউসিটিসি ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সাংস্কৃতিক ক্লাব দ্য ক্রিয়েটিভ এলসক’র উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে।
দলগুলোর নাম হচ্ছে- দ্য এনিগম্যাটিক এপিক, দ্য ইংক ব্লটস, দ্য অলিটারেশন এ্যালায়েন্স, দ্য ব্যালাড ব্রিগেড, রেটরিকেল রিহনস, দ্য মাইটি মেটাফোরস। দলগুলোর নেতৃত্বে ছিলেন- তানিম, আলভী, আহাদ, হাবিব, মুনতাসির ও দেলোয়ার । টুর্নামেন্টে ‘দ্য অলিটারেশন অ্যালায়েন্স’ চ্যাম্পিয়ন এবং ‘দ্য এনিগম্যাটিক এপিক’ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেহেদী হাসান নকিব এবং সেরা গোলরক্ষক হন রাশেদ জামিল। টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন কেরানিহাট স্পোর্টস অ্যারেনার কর্ণধার নাজমুল আলম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের ফ্যাকাল্টি তাসমিয়া ফাতেমা, নাঈমা আক্তার, আয়শা আক্তার এবং প্রগ্গা মজুমদার।
এই সফল আয়োজনের পেছনে বিভাগীয় প্রধান আহমেদ শরীফ তালুকদারের দিকনির্দেশনা বিশেষ ভূমিকা পালন করে। সার্বিক সহযোগিতায় ছিলেন দ্য ক্রিয়েটিভ এলসক এর কনিক, মাশরু, সামির, রাজীব, মাহফুজসহ ইংরেজি বিভাগের সকল শিক্ষার্থী। টুর্নামেন্টে ইউসিটিসি’র সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ইউডি