চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা বর্জন করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেয়র।
আজ সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
কিন্তু এতে অংশ নেননি ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ২ টি পৌরসভার মেয়র।
নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ জানান, “তাঁরা কেন আসেনি জানি না তবে সবাই আমাকে ভোট দিয়েছে বলেই বিজয়ী হয়েছি।
অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতিত্ব করেন নবনির্মিত চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, সহকারী কমিশনার ( ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী , মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার।
সভায় উপস্থিত না হওয়ার ব্যাপারে উপজেলার বরকল ইউপির চেয়ারম্যান আবদুর রহিম কালবেলাকে জানান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জয় লাভ করার পরের দিন উনার বাড়িতে এক বক্তব্যে মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের লুটেরা সম্মোধন করে বাজে মন্তব্য করায় সবাই সভা বর্জন করেছেন।
উপজেলা পরিষদ সূত্রে জানাযায়, কোরাম পূর্ণ না হওয়ায় সভা মূলতবি করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসআইএস