ইউনূস সাহেব, মব থামান: আব্দুল কাদের

চাটগাঁ নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে মব থামাতে বললেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

পোস্টে আব্দুল কাদের লিখেন, ‘একটা ভিডিও’তে দেখলাম, একজন নারীর বুকে ওড়না না থাকায় দ্বীন কায়েমের ঠিকাদারি নেওয়া এক তথাকথিত দ্বীনি ভাই ঐ নারীকে মিডেল ফিঙ্গার দেখিয়ে প্রতিবাদ করতেছেন, মব ক্রিয়েট করতেছেন, সেলুকাস!’

তিনি আরও লিখেন, ‘ইউনূস সাহেব, মব থামান, দ্বীন কায়েমের তথাকথিত ঠিকাদারদের লাগাম টেনে ধরেন। একটা দেশ এইভাবে চলতে পারে না। ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। এসব আপনি শক্তহাতে দমন করেন, আমরা আছি।’

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top