ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে মারধর

চাটগাঁ নিউজ ডেস্কঃ সাতকানিয়ার চরতী ইউনিয়ন চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। তিনি সাতকানিয়া-লোহাগাড়া আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর শ্যালক।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের ভেতরেই এ হামলার ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রীটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  চাটগাঁ নিউজকে বলেন, প্রাথমিকভাবে জেনেছি চেয়ারম্যান রুহুল্লাহ সরকারি ঘর দেবেন বলে দেলোয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছিলেন। ওই টাকার জন্য দেলোয়ার ইউনিয়নে গেলে চেয়ারম্যান তাকে মারধর করেন। পরে দেলোয়ারের লোকজনও চেয়ারম্যানের ওপর হামলা করে। আমাদের দুই-তিনজন অফিসার ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রুহুল্লাহ চৌধুরীর বড় বোন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘গত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আমার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই ঘটনায় আসামিদের কেউ গ্রেপ্তার হলো না। আজকে একইভাবে তার ওপর সাইফুল মেম্বার ও নজরুল মেম্বারের লোকজন হামলা করেছে। হামলাকারীরা রুহুল্লার মোবাইল, গাড়ির চাবি ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।’

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর নৌকার প্রার্থীর প্রচার বহরে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায়ও সাবেক এমপির শ্যালক ও চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীসহ অন্তত ২৫ জন আহত হন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top