ইউএনও-পুলিশ দিয়ে আর কোন নির্বাচন হবে না: আনোয়ারায় হাসনাত আবদুল্লাহ

আনোয়ারা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাইয়ের আন্দোলনে শহীদ আর আহতদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশটা অবশ্যই জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলতে হবে। যে বাংলাদেশে রাতে আর কোন নির্বাচন হবেনা, যে বাংলাদেশে এক বারের অধিক প্রধানমন্ত্রী হবেনা, যে বাংলাদেশে ইসলাম চর্চা করতে গিয়ে মারধর আর নির্যতনের শিকার হবেনা।

তিনি আরও বলেন, ইউএনও পুলিশ দিয়ে মিথ্যা ইলেকশন হবেনা। এই বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের সহযোগিতা চায়। আমরা আপনাদের সন্তানের মতো আমরা যদি কোন ভুল করে থাকি আপনারা আমাদের সংশোধন করে দেবেন।

এনসিপির নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলব। যে বাংলাদেশে জনগণই হবে ক্ষমতার উৎসহ। বক্তব্যকালে তিনি প্রশ্ন রেখে বলেন, এখন আপনাদের কথা বলতে কোন ভয় লাগে?

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, জনগণের অধিকার সংরক্ষিত হবেনা এমন বাংলাদেশ অমরা চাইনা, আমরা চাই আমাদের পুলিশ জনগণের জন্য কাজ করবে, মন্ত্রণালয় সচিবালয় সরকার সব প্রতিষ্ঠান জণগণের জন্য কাজ করবে।

রবিবার (২৫ মে) বেলা ১১ টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় পথসভার অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী বাজার ও কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকায় পথসভায় এসব কথা বলেন। এসময় জনসাধারণের সাথে কৌশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তারা৷

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মোঃ আতাউল্লাহ, সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এসব পথসভায় শতশত নেতা কর্মী মিছিল ও ফেষ্টুন নিয়ে শ্লোগান দিয়ে অংশ গ্রহণ করেন। আনোয়ারা ও কর্ণফুলীর পথসভা শেষে এনসিপির নেতাদের গাড়িবহর দুপুর সাড়ে ১২ টার দিকে বাঁশখালীর উদ্দেশ্য রওনা হয়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top