চাটগাঁ স্পোর্টস ডেস্ক : মাঠ ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। এবার পেলেন আরেক দুঃসংবাদ। প্রায় ১৪ বছর পরে ইংল্যান্ডে কাউন্টি খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। বল হাতে ভালোও করেছিলেন তিনি। তবে এবার পেলেন দুঃসংবাদ। প্রশ্নবিদ্ধ হয়েছে তার বোলিং অ্যাকশন। তবে এখন বোলিং চালিয়ে যেতে কোনো বাধা নেই সাকিবের।
সারের পক্ষে এবার কাউন্টি খেলেছেন সাকিব। বল হাতে শিকার করেছেন নয়টি উইকেট। সাকিব ৬৩ ওভারেরও বেশি বোলিং করেছিলেন। তখন তার বোলিং নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করা হয়নি। তবে এখন এটি প্রকাশিত হয়েছে যে অন-ফিল্ড আম্পায়ার, স্টিভ ও’শগনেসি এবং ডেভিড মিলনস, পরবর্তীকালে তার বোলিং অ্যাকশনকে সন্দেহজনক বলে মনে করেছিলেন।
তবে এই সন্দেহের ভিত্তিতে তাকে খেলা থেকে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু সাকিবের জন্য অনুমোদিত স্থানে আরও পরীক্ষা করার জন্য আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাকে পরীক্ষা দিতে হবে।
উল্লেখ্য, সাকিবের ১৮ বছরের ক্যারিয়ারে এটিই প্রথমবার যখন তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতার ঝুলি ভারী। ৭১ টেস্ট ও ২৪৬টিসহ মোট ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচে মোট ৭১২টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি বোলার।
চাটগাঁ নিউজ/এসএ