নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী ও তার স্বামী মো. এমরানকে কোতোয়ালি থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।
আজ মঙ্গলবার (২০ মে) অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী ও তার স্বামী মো. এমরানকে আদালতে হাজির করে শুনানি শুরু হয়। এসময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে কোতোয়ালি থানায় দায়েরকৃত আরেকটি মামলায় (১৫(৮)২৪) গ্রেফতার দেখানোর জন্য আবেদন জানানো হয়। মামলার তদন্তকারী এস আই মমিনুলের আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে তাদেরকে অন্য মামলায় শ্যোন অ্যারেস্টের নির্দেশ দেন আদালত।
এ ব্যাপারে অ্যাডভোকেট মো. ইউসুফ চৌধুরী জানান, জিনাত সোহানা ও তার স্বামী এমরানকে আদালত কোতোয়ালি থানার অপর একটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৩ মে দিবাগত রাত ১টার দিকে নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী ও তার স্বামী মো. এমরানকে আটক করে বায়েজিদ থানা পুলিশ। পরে তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে পুলিশ। জিনাত সোহানা গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতার নাম রয়েছে। অজ্ঞাতনামা আরও ৪০–৫০ জনকে আসামি করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ