আ.লীগ নেতা ক্যাসিনো মিন্টু আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকার আওয়ামী লীগ নেতা আলী আকবর মিন্টু ওরফে ক্যাসিনো মিন্টুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আটক আলী আকবর মিন্টু ওরফে ক্যাসিনো মিন্টু চট্টগ্রামের ভাটিয়ারীর তেলীপাড়া এলাকার কবির আহমদ ভোলার ছেলে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top