চাটগাঁ নিউজ ডেস্ক: সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতেও উত্তাল ছিল চট্টগ্রাম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বানে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি’র নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে তারা নগরীর ষোলশহর, চকবাজার, জিইসির মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। এরপর সেখান থেকে মিছিল নিয়ে সবাই নিউমার্কেট মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে স্লোগান দেন। যা চলে রাত তিনটা পর্যন্ত।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
সমাববেশ থেকে বিক্ষোভকারীরা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু তারা এখনও সেটা করতে পারেনি।
তাই দাবি আদায়ে আবারও আমাদের রাস্তায় নামতে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে’।
এ কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য ছাত্র ও নাগরিক সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণ করতে দেখা গেছে।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হাসনাত আবদুল্লাহর আহ্বানের আজ শুক্রবার জুমার নামাজের পরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ