আ.লীগের যেমন অনুশোচনা নাই, বিএনপির তেমন লজ্জা নাই— পিনাকী

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট অনলাইন এক্টিভিস্ট ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর ডা. পিনাকী ভট্টাচার্য আবারও হাজির হয়েছেন আরো একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে আটটায় এক ভিডিও বার্তায় তিনি এবার বিএনপির বিরুদ্ধে এক হাত নিয়েছেন।

‘বাংলাদেশে নতুন বিপদ! বিএনপি-আ.লীগ ঐক্য’ শিরোনামে এ ভিডিও বার্তায় তিনি দাবি করেন— ৫ আগস্ট পরবর্তী সময়ে যেমন আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা তৈরী হয়নি তেমনি বিএনপির  মধ্যে লজ্জা জিনিসটা আসেনি। একদিকে তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে দাবি করে দ্রুত নির্বাচন চাচ্ছে আবার তাদেরই কিছু কর্মী চাঁদাবাজি-ডাকাতির মতো অপরাধ করে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী হয়ে। অপরাধ সংগঠনের ক্ষেত্রে তাদের এই ঐক্য বাংলাদেশের জন্য নতুন বিপদ।

পুলিশের মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে জানিয়ে পিনাকী বলেন, ড. ইউনূস সরকারের পুলিশ এখন আগের পুলিশ নাই। তারা আগের চেয়ে অনেক মানবিক হয়েছে। যা ইতোপূর্বে পুলিশের মধ্যে অনুপস্থিত ছিল।

তিনি বর্তমান পুলিশের মাঝে যে চারটি পরিবর্তন দেখতে পেয়েছেন তা হলো— দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি ও শক্তি প্রয়োগের মাত্রা বদল, তদন্ত ও অপরাধ উন্মোচনে দ্রুততা, পুলিশের ভিতর গণমুখী ও মানবিক চরিত্র উন্মোচিত ও দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাইর খায় কিন্তু এগ্রেসিভ হয় না।

ভিডিওতে অপরাধ প্রবণতা আগের তুলনায় কিছুটা কমেছে দাবি করে ডা. পিনাকী একটি গ্রাফ চার্ট দেখান। যেখানে গত ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে চলতি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপরাধের সার্বিক চিত্র উপস্থাপন করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top