চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) আসন নিয়ে সমঝোতা এখনো হয়নি। বিষয়টি নিয়ে আজ শনিবারও এই দুই দল বৈঠকে বসবে।
আজ বেলা পৌনে ২টার দিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বৈঠকে বসার কথা জানিয়েছেন । তিনি বলেন, শুক্রবার দুই দলের নেতাদের বৈঠকে নির্বাচন সুষ্ঠু করা, আসন সমঝোতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
আগামীকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির (জাপা) সূত্র জানিয়েছে, শনিবার আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই নিশ্চিত করে বলা যাবে কত আসন পেতে যাচ্ছে জাতীয় পার্টি।
বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে দুই দলের নেতাদের মধ্যে বার বার বৈঠক হচ্ছে। তবে বৈঠকের স্থান ও আলোচনার বিষয় গোপন রাখছে দুই দলই।
জাতীয় সংসদ ভবন এলাকায় শুক্রবার রাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন।