আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রী চক্ষু সেবা কর্মসূচি

সিপ্লাস ডেস্ক: আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে আগামী শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাটহাজারী ধুরুমের মুখ নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ফ্রী চক্ষু সেবা কর্মসূচি।

এই কর্মসূচির আয়োজক আল্লামা গাজী শেরে বাংলা রহঃ স্মৃতি সংসদ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ধর্মীয় ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছে।

কর্মসূচির সহযোগিতায় রয়েছে HBB WELFARE ASSOCIATION এবং হাটহাজারী ব্লাড ব্যাংক।

এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ এবং ফ্রী চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়াও, রক্তদানের জন্য উৎসাহিত করা হবে।

এতে চক্ষু সেবা প্রদান করবেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে এবং দেশে বা প্রবাসে যারা আছেন Chisty Tv/চিশতি টিভিতে সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবে বলে জানানো হয়েছে।

Scroll to Top