আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার আসামি আবছার গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা ও কর্ণফুলী থানার যৌথ টিমের অভিযানে আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক ইউপি সদস্য নুরুল আবছারকে (৫০)  গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আনোয়ারা থানাধীন উত্তর বন্দরের কুট্টাপাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই ইউপি সদস্য আবছার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।

তিনি জানান, যৌথ টিমের অভিযানে সাবেক ইউপি সদস্য নুরুল আবছারকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২০২০ সালে আনোয়ারায় বিএনপির কর্মসূচিতে কয়েকশত নেতাকর্মীদেরকে হামলা করে আহত করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় উপজেলার বিএনপি কর্মী তৌহিদ মিয়া বাদী হয়ে মামলা করেন।

ওই মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় সাবেক ইউপি সদস্য নুরুল আবছারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানায়, তার বিরুদ্ধে আনোয়ারা থানায় জিআর ১৪৬/১৪, সিএমপি চান্দগাঁও থানার জিআর ২৮৫/২৪, পাঁচলাইশ মডেল থানার জিআর ২৪৬/২৪ সহ বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলা চান্দগাঁও থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

 

Scroll to Top