মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা যুবদল কর্মী ও মাছ ব্যবসায়ী তোফায়েল আহমেদ মাতাব্বার হত্যার ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে নিহতের ছোট ভাই তারেকুল ইসলাম বাদী হয়ে মহেশখালী থানায় এ মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুল হক।
এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক শরীফ, নোমান, নুরুল আলম প্রকাশ কালাবদা, লম্বা তারেক, নুরুল আমিন বাচ্চু, রশিদ বাহিনীর প্রধান রশিদসহ ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরোও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুল হক জানান, তোফায়েল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রিদোয়ান ও কসাই রিদোয়ান নামের ২ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটকৃত ২ জন কালারমারছড়া ইউনিয়নের ফকিকজুম পাড়া পাহাড়তলী গ্রামের বাসিন্দা।
কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন বলেন, দ্বীপজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে আটক করা হয়েছে সন্দেহজনক ২ জনকে। হত্যার মুল আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, গত শনিবার রাতে পাহাড়ের অবস্থানরত সন্ত্রাসীরা যুবদল কর্মী ও মাছ ব্যবসায়ী তোফায়েল আহমদকে প্রথমে অপহরণ ও পরে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। পরদিন রবিবার সকালে উপজেলার কালারমারছড়া বাজারের দক্ষিণে কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তোফায়েল আহমেদ কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা মরহুম ছিদ্দিক আহমেদ মাতাব্বারের পুত্র ও ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর আপন চাচা বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন