আলিফ হত্যা: চন্দনের ৭ দিন, রিপনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : চিন্ময়কাণ্ডে আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। একইসাথে আরেক আসামি রিপন দাসেরও ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় স্পেশাল আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে দুই আসামির রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ শুক্রবার বিকেল তিনটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে তোলা হয়।

 

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top