চাটগাঁ নিউজ ডেস্ক: আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় হওয়া মামলার চার্জ গঠনের দিন ধার্য হয়েছে আগামীকাল সোমবার। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যতালিকায় সেটি অন্তর্ভুক্তও হয়েছে। এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ফলে এ মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে এদিন আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় ট্রাইব্যুনালে মামলাটির চার্জ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি বলেন, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যতালিকায় চার্জ গঠনের দিন অন্তর্ভুক্ত হওয়ায় মামলাটি এখন গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে। চার্জ গঠনের মাধ্যমে ট্রায়াল প্রক্রিয়া শুরু হবে।’
তিনি জানান, মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় আদালত প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। এ সময় সীমিত প্রবেশ ব্যবস্থা থাকবে। কেউ এ সময় আদালতে প্রবেশ করতে চাইলে তাদের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। বিচার কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে এ মামলার ২২ জন আসামিকে হাজির করা হয়। কিন্তু নিরাপত্তা বিবেচনায় এ মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। বিচারক এজলাসে উঠে একে একে সকল আসামির নাম ধরে হাজিরা নিশ্চিত করেন। ওই দিনে নথিপত্র পর্যালোচনা করে ১৯ জানুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে চার্জগঠন করা হবে বলে জানান বিচারিক আদালত।
চাটগাঁ নিউজ/জেএইচ






