আলহাজ্ব মাওলানা সেকান্দার শাহ (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়ার বরেণ্য আলেমেদ্বীন, শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সেকান্দার শাহ (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ১৯ ডিসেম্বর।

উল্লেখ্য, তিনি ২০১৪ সালের ১৯শে ডিসেম্বর-রোজ শুক্রবার মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া হতে পর্দা করেন।

মাওলানার জীবনদশায় আনুমানিক ৪০ বৎসরের অধিক সময় সফলতার সাথে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে বেশ কয়েকবার শ্রেষ্ট প্রধান শিক্ষকের সম্মাননা, জীবনের দীর্ঘ সময় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও দীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

মাওলানা সেকান্দার শাহ (রহ.)-পোপাদিয়ার মাওলানা আবদুল মোনাফ (রহ.)- এর প্রথম সন্তান এবং একই উপজেলার শাকপুরার পীরে কামেল শাহ মাওলানা মীর রশীদ আহমেদ (রহ.)-এর জামাতা। মাওলানার রুহের মাগফেরত কামনায় পরিবারের পক্ষ হতে সকলের কাছে দোয়া চেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top