আর্থিক সহায়তা নয়, মায়ের সুস্থতার জন্য দোয়া চান ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা পার করছেন এক কঠিন সময়। দেশের হয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ঐতিহাসিক সাফল্য অর্জনের পর যখন গোটা জাতি আনন্দে ভাসছে, ঠিক তখনই পারিবারিক সংকটে পড়েছেন এই ডিফেন্ডার।

তার মা বোজপুতি চাকমা অসুস্থ। তবে এই মুহূর্তে আর্থিক সহায়তা নয়, সবার কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ চেয়েছেন ঋতুপর্ণা। দলের সঙ্গে ঢাকায় ফেরার পরই ভুটানে ফিরে গেছেন তিনি। সেখানে ক্লাব পর্যায়ে পরো এফসির হয়ে খেলছেন ন্যাশনাল উইমেন্স লিগে। এই ব্যস্ততার মাঝেও গণমাধ্যমে মায়ের অসুস্থতা নিয়ে প্রকাশিত কিছু খবরে কিছুটা বিরক্ত ও হতাশ তিনি। বিশেষ করে কিছু প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ সংকটের কারণে তার মায়ের চিকিৎসা ব্যাহত হচ্ছে, যা সঠিক নয় বলে জানিয়েছেন ঋতুপর্ণা।

এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় ঋতুপর্ণা লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের উদ্বেগ সত্যিই আশীর্বাদ। এই মুহূর্তে তহবিল নয়, আমরা কেবল আমার মায়ের জন্য আপনাদের দোয়া ও আশীর্বাদ চাই। দয়া করে আমার মায়ের সুস্থতা কামনায় প্রার্থনা করুন। ’

ঋতুপর্ণার পরিবার রাঙামাটিতে বসবাস করে। সেখানকার সংবাদকর্মীরা তার মায়ের সঙ্গে কথা বলে পারিবারিক পরিস্থিতি তুলে ধরেন সংবাদে। তবে এসব খবরে যেন কোনো ভুল তথ্য বা গুজব না ছড়ায়, সেই অনুরোধও জানিয়েছেন তিনি। সবার ভালোবাসা ও দোয়া নিয়েই মায়ের পাশে থাকতে চান ঋতুপর্ণা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top