আরেক দফা কমল উড়োজাহাজের জ্বালানি তেলের দাম

চাটগাঁ নিউজ ডেস্ক: কমল উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার প্রতি ৯৯.৬২ টাকা থেকে কমিয়ে ৯৬.০৯ টাকা, আন্তর্জাতিক রুটের জন্য লিটার প্রতি ৬৫ সেন্ট থেকে কমিয়ে ৬৩ সেন্ট করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত এই দর ১০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার‌্যকর হবে। আন্তর্জাতিক বাজারে দর কমে যাওয়ায় দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। এর আগে আগস্ট মাসের ১৩ তারিখে দরের প্রজ্ঞাপন দেওয়া হয়।

চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর‌্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে।

গত মে মাসে প্রথম দর ঘোষণার সময়ে অভ্যন্তরীণ রুটে লিটার প্রতি ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৫ সেন্ট থেকে কমিয়ে ৬০ সেন্ট নির্ধারণ করা হয়েছিল। বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মে. টন। যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৩৩ মে. টনে।

অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির উপর ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করে বিইআরসি। অন্যদিকে ফার্নেস অয়েলের দামের গণশুনানি খুব দ্রুত সময়ের মধ্যে হতে যাচ্ছে বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top