আরাকান আর্মির হেফাজতে থাকা আরো ২ জাহাজ মুক্ত

চাটগাঁ নিউজ ডেস্ক: মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা আরও দুইটি কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে। জাহাজগুলো  টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় জাহাজ দুইটি টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে এসে পৌঁছায় বলে জানা গেছে।

এর আগে গত শনিবার (১৮ জানুয়ারি) প্রথম দফায় হেফাজতে থাকা একটি জাহাজ ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। এখনও গোষ্ঠীটির হেফাজতে রয়েছে আরও একটি জাহাজ।

জানা গেছে, গত ১৬ এবং ১৭ জানুয়ারি নাফ নদীর মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকায় ইয়াঙ্গুন থেকে আসা চারটি কার্গো জাহাজ তল্লাশির নামে জিম্মি করেছিল আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর। তিনি জানান, শনিবার জিম্মি থাকা জাহাজগুলোর মধ্যে প্রথম দফায় ছেড়ে দেওয়া একটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে পৌঁছালেও অপর তিনটি তাদের হেফাজতে ছিল। সোমবার সকাল ১১টায় দ্বিতীয় দফায় ছেড়ে দেওয়া দুইটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে পৌঁছালেও এখনও একটি আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে।

বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনও কাটেনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে টেকনাফ স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। আরাকান আর্মির হাতে জিন্মি হওয়া জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা এম আব্দুল্লাহ আল মাসুম বলেন, গত ২০২৩-২৪ অর্থ বছরের ২৩ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৭ হাজার টন পণ্য আমদানি হয়েছে। এর বিপরীতে সরকার ২৫৭ কোটি টাকা রাজস্ব পায়। গেল বছর (২০২৪-২৫) অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১১ হাজার টন আমদানি হয়। যার ফলে সরকার ৮৭ কোটি টাকা রাজস্ব পায় সরকার। রাখাইন রাজ্যে যুদ্ধের প্রভাবে গত বছরের তুলনায় ১৭০ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top