আরব আমিরাতে ডেঙ্গু আতঙ্ক, দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

দুবাই প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতেও এখন ডেঙ্গু আতঙ্ক। সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানে বেড়ে গেছে এর প্রকোপ। চার দিনের ব্যবধানে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই প্রবাসী বাংলাদেশি প্রবাসী। এছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েকজনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

৮ জুন শনিবার দুপুরে আরব আমিরাতের আজমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে শারজাহ আল-কাসীমি হসপিটালে মোহাম্মদ শাহজাহান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের ছিদ্দিক মেম্বারের বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। তিন বছর আগে আমিরাতে এসেছিলেন মোহাম্মদ শাহাজাহান।

এর আগে বুধবার (৫ জুন) সকালে আব্দুল হান্নান (২৬) নামে এক আজমান প্রবাসি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফিক মিয়ার ছেলে। গত দুই বছর আগে আমিরাতে এসেছেন হান্নান।

এর দুইদিন আগে ৩ জুন দুবাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ বসবাসের স্থান সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ নিতে।

চাটগাঁ নিউজ/সায়েম/এসএ

Scroll to Top