নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। এমন একটি খবর প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে!
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করতে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদির সাথে যোগাযোগ করে চাটগাঁ নিউজ। ক্ষুদে বার্তায় তিনি চাটগাঁ নিউজকে জানান, ‘এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই, আমি জেনে আপনাকে জানাবো’।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, UAE Visa Online (https://uaevisaonline.com/articles/uae-visa-ban-countries) নামে একটি ওয়েবসাইটে সর্বপ্রথম নিষেধাজ্ঞা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
যেখানে উল্লেখ করা হয়েছে— ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।
সেখানে আরো উল্লেখ করা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞা এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই ৯ দেশের নাগরিকদের বাণিজ্যিক, কর্ম, ভ্রমণসহ সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকবে।
তবে যাচাই বাছাই করে দেখা গেছে, যে ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাতের কোন রাষ্ট্রীয় ওয়েবসাইট নয়। এমনকি এখন পর্যন্ত আমিরাত সরকার বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতিও পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এফএস/এমকেএন/জেএইচ