পড়া হয়েছে: ২৬
সিপ্লাস ডেস্ক: চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির দাম্পত্য কলহ আবার নতুন মোড় নিয়েছে। রাজকে ‘ফেক’ মানুষ মন্তব্য করে তার সঙ্গে আর সংসার করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন পরীমনি।
সোমবার রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে নায়িকার ভাষ্য— ‘আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক। আমি সত্যি চাই না রাজের স্ত্রী হয়ে থাকতে। এখন রাজ্যের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোনো ফেকনেস ও মিথ্যা নেই।’
এদিকে পরীমনির প্রতি ‘ভালোবাসা’ জানিয়ে চিত্রনায়ক শরিফুল রাজ বলেছেন, আপাতত তিনি ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না।
সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে ব্যক্তিগত কিছু ভিডিও প্রকাশ্যে এলে সেটি জটিল আকার ধারণ করে। ওই ভিডিওগুলো তিন নায়িকার।