আমি জীবনটা নিয়ে ওখান থেকে পালিয়েছি: রোকেয়া প্রাচী

বিনোদন ডেস্ক : ধানমন্ডি ৩২ এ হামলার শিকার হয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢালিউড চিত্রনায়ক সাইমন সাদিক। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ্জ্বালন করতে গেলে রোকেয়া প্রাচীর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি নাক, মুখ ও মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

তবে কি হয়েছিলো সেদিন সন্ধ্যায় তা জানতে চাইলে রোকেয়া প্রাচী বলেন, ‘আমাদের ১৫ আগস্ট সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। কিন্তু সেখানে তার ছবিটি নষ্ট করা হয়েছিল। তাই মরা জায়গাটা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বঙ্গবন্ধুর একটি ছবি স্থাপন করেছি।’ দুপুর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল দাবি করে এ অভিনেত্রী বলেন, ‘দুপুরে আমাকে কয়েকজন এসে বলে, “আপনি এখানে কেন এসেছেন? আপনি তো টার্গেট!” এটা সম্পূর্ণ পরিকল্পিত। যারা আমার ওপর হামলা করেছে, তাদের দেখে বস্তির ছেলে মনে হয়নি।’

এরপর সন্ধ্যার ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, “ওরা বঙ্গবন্ধুর ছবিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছিল, ‘সতেরো বছর তোরা খেয়েছিস, এবার আমরা খাব।’ চারপাশ থেকে আমাকে এলোপাতাড়ি মারছিল। আমি নাক, মুখ ও মাথায় আঘাত পেয়েছি। আঙুল ফেটে গেছে। আমার সারা শরীরে মেরেছে তারা।” তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী ঘেরা একটা জায়গায় কীভাবে আমার ওপর হামলা চালানো হলো!’

এ ঘটনার পর প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন কি না জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি জীবনটা নিয়ে ওখান থেকে পালিয়েছি। হাসপাতালে যাওয়ার সাহস পাইনি। যদি সেখানেও আক্রমনের শিকার হই! রাস্তা পার হয়েছি ধমক খেতে খেতে। ওরা বারবার বলছিল, “ওরে পুলিশের হাতে তুলে দে”, যেন আমি বিরাট কোনো অপরাধ করে ফেলেছি। আমাদের প্রধান উপদেষ্টা কি ধানমন্ডি ৩২ যাওয়া যাবে না বলে কোনো রুল জারি করেছেন? সেনাবাহিনী ঘিরে রেখেছে একটা জায়গা, সেখানেও আমাকে এভাবে পেটানো হল! এটা আমি বিশ্বাস করতে পারছি না।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ না গেলে তিনি একাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু ডাক না দিলে ১৯৭১ হতো না, আমরা বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি বত্রিশে। পোড়া বাড়িতে গিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। ‍যদি কেউ না যায়, ঠিক করেছি আমি একাই যাব শ্রদ্ধা জানাতে।’

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top