আমিরাতে রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: যদিও পবিত্র রমজান শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে, তবে জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী এর সম্ভাব্য তারিখ এখনই নির্ধারণ করা সম্ভব। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রোজা শুরুর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন দেশটির জ্যোতির্বিদরা।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর টুল অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে সম্ভাব্য প্রথম রোজার দিন হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

রমজান ইসলামি চান্দ্র বছরের নবম মাস। এই মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি নিবেদন করেন এবং দান-সদকা করেন। অন্যান্য হিজরি মাসের মতোই, রমজানের শুরু নিশ্চিত হয় চাঁদ দেখার পর।

রমজানের পবিত্র রজনী: লাইলাতুল কদর

ইসলামের অন্যতম শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর বা ‘শবে কদর’ রমজানের শেষ দশ দিনে পালিত হয়। ২০২৬ সালে এই রাতটি মঙ্গলবার, ১৭ মার্চ পড়বে বলে ধারণা করা হচ্ছে। এই রাতেই মুসলমানরা গভীর ইবাদত ও ক্ষমা প্রার্থনায় নিমগ্ন থাকেন, কারণ এটি কুরআন নাজিল হওয়ার স্মরণীয় রাত।

রমজান কবে শেষ হবে

আইএসিএডি-এর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান বৃহস্পতিবার, ১৯ মার্চ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হিজরি মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে, তাই সঠিক তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

ঈদুল ফিতর কবে

রমজান শেষে আসে আনন্দের উৎসব ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর পড়তে পারে শুক্রবার, ২০ মার্চ। সূত্র: গালফ নিউজ

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top