এম আবদুল মান্নান/আমিরাত : আজ ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস। এই দিনটিকে আরব আমিরাতে ‘ঈদ আল ইত্তেহাদ’ বলা হয়। ১৯৭১ সালের এই দিনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বৃটিশ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। অত:পর সাতটি ছোট ছোট প্রদেশ মিলে সংযুক্ত আরব আমিরাত তথা UAE গঠিত হয়। তাই ২রা ডিসেম্বর দিনটিকে আমিরাতের জাতীয় দিবস তথা National Day হিসেবে পালন করা হয়।
জানা গেছে, জাতীয় দিবসকে সামনে রেখে আরব আমিরাতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা হয়েছে ২ দিনের জাতীয় ছুটি ( ২ ও ৩ ডিসেম্বর)। আমিরাতের জাতীয় পতাকার চারটি রঙে (লাল, সবুজ, সাদা, কালো) সেজেছে আমিরাতের রাস্তাঘাট, বিল্ডিং, টাওয়ার, মার্কেট, হাইফার মার্কেট,মলগুলো। ঈদ আল ইত্তেহাদ উপলক্ষে রাজধানী আবুধাবিসহ আমিরাতের সর্বত্রই আলোকসজ্জা করা হয়েছে। এ আলোকসজ্জা প্রতি বছরের ন্যায় ১লা নভেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে। বিভিন্ন মার্কেট, হাইপার মার্কেট ও মলগুলোতে দেয়া হয়েছে বিশেষ ছাড়।
আমিরাতের টেলিকম কোম্পানি ডু ও ইতিসালাত ‘ন্যাশনাল ডে’ উপলক্ষে লোক্যাল ও পোস্ট পেইড কাস্টমারের জন্য ৫৩ জিবি ফ্রী ইন্টারনেট সুবিধা দিচ্ছে। আমিরাতে অবস্থানরত ইতিসালাত প্রিপেইড লাইনের কাস্টমাররা রিচার্জে ৫৩% ডিসকাউন্ট সুবিধা পাচ্ছে । আমিরাতের আবুধাবি, দুবাই, শারজাহর গাড়ী পার্কিংগুলো ফ্রি করা হয়েছে।
দেশটির জাতীয় দিবস ঈদ আল ইত্তেহাদ উপলক্ষে দেশ জুড়ে ৫৫০০ জনকে জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। এই বন্দি মুক্তি কর্মসূচির আওতায় বাংলাদেশের ৭৫ জন বন্দিও মুক্তি পেয়েছেন।
জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে বনভোজন, রক্তদান কর্মসূচি আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
আমিরাতের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে স্প্রে পেইন্টস ব্যবহার, গাড়ীতে ঝুলে (সানরোপ/উইন্ডোতে) থাকলে, রাস্তা ব্লক করলে ব্ল্যাক পয়েন্টসহ ২ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাতটি প্রদেশ নিয়ে ইউ এ ই গঠিত বিধায় দিনটিকে Happy Union Day বা Eid Al Etihad বলা হচ্ছে। সাতটি প্রদেশ হচ্ছে আবুধাবী, দুবাই, শারজাহ, আজমান, ফজিরা৷ উম্মে আল কোয়াইন ও রাস আর খাইমা। আবুধাবি হচ্ছে বৃহত্তর প্রদেশ যা দেশটির রাজধানী। দুবাই হচ্ছে সবচেয়ে আলোচিত প্রদেশ দেশটির বাণিজ্যিক রাজধানী। গ্রীণ সিটি আল আইনসহ, পশ্চিমাঞ্চলের লিওয়া, বিদা জায়েদ, মারফা, গিয়াথি, আল ধাফরা হচ্ছে রাজধানী আবুধাবির উপশহর।
চাটগাঁ নিউজ/ইউডি