আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে গেট-টুগেদার ও মেজবানি উৎসব

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ আয়োজিত বার্ষিক ফ্যামিলি গেট-টুগেদার ও মেজবানি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) আবুধাবির আল রাহবা এন্টারটেইনমেন্ট স্পোর্টস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাত থেকে আগত পাঁচ শতাধিক প্রকৌশলী, স্থপতি, কূটনীতিক, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষক, ব্যাংকার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ তাঁদের পরিবারসহ অংশগ্রহণ করেন।

এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি প্রকৌশলী ইজাজ কলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দূতাবাসের উপ-মিশন প্রধান মিসেস শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন এবং সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের মর্যাদা ও সংহতি রক্ষায় প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনয় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান এবং প্রকৌশলী হামিদুল হকের নেতৃত্বে একদল উদ্যমী তরুণ প্রকৌশলী।

আলোচনা পর্ব শেষে অতিথিরা মেজবানি ভোজে অংশগ্রহণ করেন।

চাটগাঁ নিউজ/মান্নান/এমকেএন

Scroll to Top