চাটগাঁ নিউজ ডেস্ক : ‘আমার লাল স্বাধীনতা আমার কাছ থেকে আমার আব্বুকে কেড়ে নিয়েছে’- দুর্বৃত্তের গুলিতে বাবা হারানো এক সন্তানের এমন আবেগঘন স্ট্যাটাস ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যা নেটিজনদের আবেগাপ্লুত করে তুলেছে।
নিজের ফেসবুকে এই আবেঘন স্ট্যাটাসটি পোস্ট দেন- রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়া এলাকার নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে মকসুদ আলম। পোস্টটি দেয়ার পর পরই ব্যাপক শেয়ার, কমেন্ট করতে দেখা গেছে।
জানা গেছে, আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়া এলাকার একটি মসজিদে জু’মার নামাজ আদায় করতে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ী। এই ঘটনায় আব্বাস উদ্দিন (২৭) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়। তিনি নিহত ব্যবসায়ীর ভাগিনা এবং মাকসুদ কমিউনিটি সেন্টারের ম্যানেজার বলে জানা গেছে।
নিহত ব্যবসায়ী নিহত জাহাঙ্গীর আলম একই এলাকার আবু ছৈয়দ মেম্বারের বড় ছেলে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে সন্তানের রয়েছে। নগরীর চাকতাইয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামে তাঁর একটা শুটকির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও নোয়াপাড়ায় মকসুদ কমিউনিটি সেন্টার নামে তাঁদের একটি পারিবারিক প্রতিষ্ঠানও রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ