‘আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা জরুরি‘

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের সম্পর্ক কিংবা ভালোবাসার গল্প সবসময় আড়ালেই রেখেছেন।

তবে এবার সেই নীরবতা ভাঙলেন ‘গুপ্তধনের সন্ধানে’ খ্যাত এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতের গণমাধ্যম ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। তবে তার প্রেমিক মিডিয়া অঙ্গনের কেউ নন।

জয়ার ভাষায়, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে তিনি মিডিয়ার কেউ নন। ’

প্রেমিক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি-তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় আমাকে সমর্থন দেন। এই মানসিকতা সত্যিই বিরল। ’

তবে বিয়ে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেই বলে স্পষ্ট জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে। ’

জয়া আরও জানান, তিনি ও তার সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব এবং ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই সম্পর্কটি আরও গভীর হয়েছে।

পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি ছবি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। এই দুটি ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি বর্তমানে কলকাতায়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top