চাটগাঁ নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের স্বান্তনা দেন। সেই সঙ্গে প্রদান করা হয় আর্থিক সহায়তা।
আজ রবিবার (২৮ জুলাই) গণভবনে আসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ ৩৩টি শোকসন্তপ্ত পরিবারের সদস্য।
নিহতদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার কাছে কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রধানমন্ত্রীও আবেগ সংবরণ করতে ব্যর্থ হন। নিহতদের পরিবারের সদস্যদের কথা শুনে প্রধানমন্ত্রীর অশ্রু গড়িয়ে পড়ে। এ সময় গণভবনে আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয়।
অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী তাদের সান্তনা দিয়ে বলেন, আমাকে দেখেন, আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহতদের পরিবারের সদস্যরা। ছবি: ফোকাস বাংলা
তাদের পাশে আছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি। এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
চাটগাঁ নিউজ/এসআইএস