রাঙ্গুনিয়া প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাঙ্গুনিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সবাইকে বলতে হবে—ভোট দিতে হবে ধানের শীষে। এই প্রতীকই আমাদের প্রতিরোধ, আমাদের আশা। এই নির্বাচনে হাড্ডি-হাড্ডি লড়াই হবে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি—আমাদেরকে কেউ বিভক্ত করতে পারবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকনের উঠানে এই আয়োজন করা হয়।
তিনি বলেন, আমাদের দলের মধ্যে সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ আছে—মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা—সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।
হুমাম কাদের চৌধুরী আরও বলেন, আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনের সময় উনার পাঞ্জাবী ঘামে ভিজে যেতো। যত বেশি ঘাম ঝড়তো, তত বেশি ভোট পেতেন তিনি। আজ আমার পাঞ্জাবীও ঘামে ভিজে যাচ্ছে। আপনাদের উপস্থিতি প্রমাণ করছে, হোসনাবাদের সব ভোট ধানের শীষের পক্ষে যাবে ইনশাআল্লাহ।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে মনে হচ্ছে, আমি ইতিমধ্যে নির্বাচনে জয়ী হয়েছি। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি—আমি আমার বাবার সন্তান হিসেবে ও ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।
উঠান বৈঠক শেষে হুমাম কাদের চৌধুরী উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজক মির্জা নাজিম উদ্দিনের পারিবারিক জিয়াফত অনুষ্ঠানে যোগ দেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন







