আমরা জনগনের সেবক, প্রশাসক নই: জেলা প্রশাসক

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, আমরা আপনাদের (জনগনের) সেবক, প্রশাসক নই, সেবা দিয়ে যেতে চাই। যতদিন আমি জেলা প্রশাসকের দায়িত্বে থাকব ততোদিন আমার উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ডরাসহ প্রত্যকেই আপনাদের সেবক হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ মন্তব্য করেন।

বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুল নুর মাওলা বীরপ্রতীক গণমিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ, ভূজপুর থানার ওসি আরজুন উপস্থিত ছিলেন।

পরে জেলা সমাজকল্যাণ পরিষদ থেকে বন্যাদুর্গতদের মাঝে অনুদান চেক বিতরণ এবং চা শ্রমিকদের জন্য আবাসন নির্মাণ কর্মসূচির আওতায় নির্মিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় তিনি ১৯ জন চা শ্রমিকের মাঝে ১৯ টি ঘর হস্তান্তর ও জেলা সমাজকল্যাণ পরিষদ থেকে বন্যাদুর্গত ৫১টি পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে অনুদান তুলে দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top