আমদানিকারকের ৩৬ লাখ টাকা ও গাড়ি নিয়ে উধাও চালক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ব্যাংক থেকে তোলা এক ব্যবসায়ীর ৩৬ লাখ টাকা এবং ৫৫ লাখ টাকার টয়োটা করোলা ক্রস গাড়ি নিয়ে পালিয়েছে ড্রাইভার। ঘটনাটি ঘটেছে গতকাল (বুধবার) দুপুরে আগ্রাবাদের এনআরবিসি ব্যাংকের সামনে। এ ঘটনায় গাড়িচালক মোহাম্মদ নুরন্নবীকে আসামি করে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর কদমতলী এলাকার ইকুইপমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান ই-এল কর্পোরেশনের মালিক আবু এরশাদ সকালে বায়েজিদের শ্যামল ছায়া আবাসিক এলাকার বাসা থেকে বের হন নিজের টয়োটা করোলা ক্রস (চট্টমেট্রো–ঘ ১১–৬২৬০) গাড়িতে করে। চালক ছিলেন মোহাম্মদ নুরন্নবী। তিনি প্রথমে বহদ্দারহাটের ব্র্যাক ব্যাংক শাখা থেকে ৩৬ লাখ টাকা উত্তোলন করেন। এরপর আরও কিছু টাকা তোলার উদ্দেশ্যে আগ্রাবাদের এনআরবিসি ব্যাংকের সামনে গাড়ি থামান। টাকাগুলো গাড়িতে রেখে তিনি ব্যাংকে প্রবেশ করেন।

কিছুক্ষণ পর ব্যাংক থেকে বের হয়ে দেখেন, তার নতুন কেনা ২০২৩ মডেলের করোলা ক্রস গাড়ি এবং গাড়িতে রাখা নগদ টাকা উধাও। আশপাশে খোঁজ করেও গাড়ি বা চালকের কোনো সন্ধান না পেয়ে তিনি ড্রাইভার নুরন্নবীর ফোনে কল দেন, কিন্তু সেটিও বন্ধ পান। তখনই নিশ্চিত হন, ড্রাইভারই টাকা ও গাড়ি নিয়ে পালিয়েছে।

পরবর্তীতে তিনি ডবলমুরিং থানায় মামলা করেন (মামলা নং–৬(১১)/২৫)।

জানা গেছে, ড্রাইভার নুরন্নবী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাওগোদা গ্রামের মো. কবির আহমদের ছেলে। তিনি স্ত্রী ও দুই বছরের সন্তানকে নিয়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদের চন্দ্রনগর এলাকায় বসবাস করতেন।

ডবলমুরিং থানার পুলিশ জানিয়েছে, টাকা ও গাড়ি উদ্ধারে এবং ড্রাইভারকে গ্রেপ্তারের জন্য এসআই ঈমানের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করেছে। পুলিশ আশাবাদী, দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

Scroll to Top